Breaking News
Loading...

Monday, August 3, 2015

Download Windows 10 Direct link from Microsoft Site [Mega Post]


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

আজ আপনাদের মাঝে কোন সফটওয়্যার বা এপিকে নিয়ে আসিনি।
এসেছি ছোট্ট একটি টিপস নিয়ে কিভাবে উইন্ডোজ ডাউনলোডার টুল ছাড়াই আপনি আপনার পিসিতে Windows 10 ISO ফাইল ডাউনলোড করবেন !!
আমি বলছিনা Windows Downloader Tool ব্যবহার করে ডাউনলোড দিয়েন না। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা।
আপনি এই টিউন দেখে IDM দিয়ে ডাউনলোড করবেন নাকি Windows Downloader Tool দিয়ে ডাউনলোড করবেন সেটা অবশ্যই আমি ঠিক করে দেয়ার কেউ না।
আর কথা বারাইলাম না। কাজের কথায় চলে যাই।
যা যা লাগবেঃ

  • Mozilla Firefox
  • User Agent Overrider Addon (যেকোনো User Agent Overrider Addon হলেও হবে। আপনি নিজে about:config এ গিয়ে পরিবর্তন করে নিলেও হবে)
  • Internet Download Manager, DAP, jDownloader ইত্যাদি (না থকলেও চলবে)

কার্যপ্রণালীঃ

ডাউনলোড এর কাজ শুরু করার আগে এটা পড়ে নিলে আপনারই ভালো [FAQ: Frequently Asked Questions]
১. Mozilla Firefox অবশ্যই ইন্সটল করা আছে আপনার পিসি তে।
২.নিচের লিঙ্ক থেকে User Agent Overrider Addon টি ডাউনলোড করে ইন্সটল করুন।

এখানে ক্লিক করুন



৩. ইন্সটল হলে Mozilla Firefox এর ওপরের ডান পাশে Screenshot এর মত Icon দেখতে পাবেন। ক্লিক করলে অনেকগুলি OS সহ Browser এর নাম দেখতে পাবেন। আপনি LINUX অথবা ANDROID থেকে আপনার যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করুন। আমি Linux / Firefox 29 দিয়েছি। (MAC দিয়েও দেখতে পারেন)


৪. এখন নিচের লিঙ্ক এ গিয়ে আপনি যে উইন্ডোজ ১০ টি ডাউনলোড করতে চান Drop Down মেনু থেকে সেটি সিলেক্ট করে Confirm বাটন ক্লিক করুন।অপেক্ষা করুন।

এখানে ক্লিক করুন


৫. নিচে আপনার Language সিলেক্ট করতে বলবে। Drop Down মেনু থেকে Language সিলেক্ট করে দিন। Confirm বাটন ক্লিক করুন। (Screenshot ৪ এবং ৫ নম্বর ধাপ করার পর নেয়া)


৬. ৩২ বিট ডাউনলোড করবেন নাকি ৬৪ বিট ডাউনলোড করবেন? যেটা ডাউনলোড করবেন সেটা ক্লিক করুন। আমি ৬৪ বিট ডাউনলোড এ ক্লিক করেছি।


৭. IDM ইন্সটল থাকলে তিনি লাফ দিয়ে আপনার সামনে চলে আসবেন। Start Download বাটন ক্লিক মারেন। অবশ্য Start Download ক্লিক করার আগেই ডাউনলোড শুরু হয়ে যায় 😛

 [বিঃদ্রঃ এভাবে ডাউনলোড করলে আপনি যে লিঙ্ক টি পাবেন সেটি ২৪ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকবে]

যাদের Addon দিয়ে Useragent পাল্টাতে কষ্ট হবে মানে যারা about:config থেকে পরিবর্তন করে নিতে পারবেন তাদের জন্যে সামান্য কিছু Useragent:

Linux
1. Linux / Firefox 29: Mozilla/5.0 (X11; Linux x86_64; rv:29.0) Gecko/20100101 Firefox/29.0
2. Linux / Chrome 34: Mozilla/5.0 (X11; Linux x86_64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/34.0.1847.137 Safari/537.36
Mac
1. Mac / Firefox 29: Mozilla/5.0 (Macintosh; Intel Mac OS X 10.9; rv:29.0) Gecko/20100101 Firefox/29.0
2. Mac / Chrome 34: Mozilla/5.0 (Macintosh; Intel Mac OS X 10_9_3) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/34.0.1847.137 Safari/537.36
3. Mac / Safari 7: Mozilla/5.0 (Macintosh; Intel Mac OS X 10_9_3) AppleWebKit/537.75.14 (KHTML, like Gecko) Version/7.0.3 Safari/537.75.14
Android
1. Android / Firefox 29: Mozilla/5.0 (Android; Mobile; rv:29.0) Gecko/29.0 Firefox/29.0
2. Android / Chrome 34: Mozilla/5.0 (Linux; Android 4.4.2; Nexus 4 Build/KOT49H) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/34.0.1847.114 Mobile Safari/537.36
iOS
1. iOS / Chrome 34: Mozilla/5.0 (iPad; CPU OS 7_0_4 like Mac OS X) AppleWebKit/537.51.1 (KHTML, like Gecko) CriOS/34.0.1847.18 Mobile/11B554a Safari/9537.53
2. iOS / Safari 7: Mozilla/5.0 (iPad; CPU OS 7_0_4 like Mac OS X) AppleWebKit/537.51.1 (KHTML, like Gecko) Version/7.0 Mobile/11B554a Safari/9537.53
তাছাড়াও আপানারা আপনাদের ইচ্ছামত Useragent পরিবর্তন করে নিতে পারেন। তবে ভুলেও উইন্ডোজ Useragent দিবেন না।
তাহলে Windows Downloader Tool ডাউনলোড এর পেজে Redirect হয়ে যাবেন।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment