Breaking News
Loading...

Friday, August 7, 2015

How to dix a unformated Memorycard

আজকের টিউনের মুল উদেশ্য নস্ট মেমরি কার্ড ঠিক করা। তাই বলে এক বারে একবারে ডেড কার্ড মেমরি কার্ড ঠিক করে ফেলবেন তা কিন্তু নয় :
তাইলে কি মেমরি কার্ড ঠিক করবেন? কমন প্রশ্ন, ঠিক করবেন এই সব মেমরি কার্ড যে সব মেমরি কার্ড ফর্মেট হচ্ছে না। তাহলে নস্ট যেমরি কার্ড অর্থাৎ (যে কার্ড ফর্মেট হচ্ছে না সেই কার্ড ইউ এসবির মাধ্যমে পিসিতে ডুকান) তারপর আপনার মাই কম্পিউটারে প্রবশ করে আপনার ইউ এস বি লাগানো ড্রাইভটা চিনে রাখুন (যেমন, f, e, t) এখন মাউস পয়েন্টার মাই কম্পিউটার এর উপর রেখে mange এ যান। না বুজলে ফলো করুন নিচের পিক।

এখন নিচের stoge থেকে Disk managemant এ ক্লিক করুন। না বুজলে নিচের পিক দেখুন !

এখন আপনার কাঙ্গিত মেমরি কার্ড এর ড্রাইভ টাতে ক্লিক করুন (যেটাতে ইউস বি ডুকিয়েছিলেন)। আবার মাউস এর রাইট বটন ক্লিক করুন এবং ফর্মেট লিখা দেখতে পাবেন এটাতে ক্লিক করুন। এবং নিচের ছবির মতন সেটিন্স করে নিন….?

এখন ওকেতে ক্লিক করুন। এবং কিছু সময় অপেক্ষা করুন !!! ব্যাস কাজ শেষ দেখুন ফর্মেট হয়ে গেছে।

বিদ্রঃ- কিছু মেমরি কার্ডে কাজ না ও করতে পারে। আর কোন সমস্যা হলে টিউনমেন্ট করবেন।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment